জলঢাকায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় স্থানীয় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৪ টি স্কুলের অংশ গ্রহণে এ মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলার সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, সহকারী শিক্ষা অফিসার ওসমান গনী, অনির্বাণ বিদ্যাতীর্থের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী ও বিদ্যালয় প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ রোকনুজ্জামান চৌধুরী প্রমুখ।মেলাটি সঞ্চালনা করেন শিক্ষক মাহাতাব উদ্দিন।

অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক নিয়ে ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন আলোকপাত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.