জলঢাকায় ১৫ শত দুস্থের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন ইউপি চেয়ারম্যান শামীম

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: ঈদের আনন্দ ভাগাভাগি করতে নীলফামারীর জলঢাকা উপজেলায় ১ হাজার ৫ শত দুস্থ মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্দ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেছে খুটামারা ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ শামীম।
জানা গেছে, আজ শনিবার সকালে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারি বাজারে নিজ বাড়ীতে তিনি এসব ঈদ সামগ্রী বিতরন করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ ও সাবান।
পরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত উপহার সামগ্রী ইউনিয়ন পরিষদ চত্বরে ৬ শত অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল ও টাকা বিতরন করেন।
এসময় চেয়ারম্যান আবু সাঈদ শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় বিশ্বে অনন্য নজীর সৃষ্টি করেছেন। এ পর্যন্ত তিনি সারাদেশে প্রায় ৬ কোটি মানুষের মাঝে ত্রান সামগ্রী পৌছে দিয়েছেন।
তার দৃঢ় পদক্ষেপে বাংলাদেশের মানুষকে অভুক্ত থাকতে হয়নি। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে খুটামারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে আ’লীগ সরকারের দেয়া ত্রান সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।
যার কারনে খুটামারা ইউনিয়নের মানুষ ভাল আছে। লকডাউন ঘোষনার পর থেকে আমি ব্যাক্তিগত উদ্দ্যোগে বিপুল সংখ্যক কর্মহীন মানুষকে সহযোগীতা করে আসছি।
এছাড়াও আমার ব্যাক্তিগত তহবিল থেকে আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে অত্র ইউনিয়নের ১৫ শত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছি। সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরনের সময় ইউনিয়নের গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.