জলঢাকায় সাবেক এমপি গোলাম মোস্তফার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পুজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন, নীলফামারী-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাবেয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, নীলফামারী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক অভিনাশ রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন কর্মকার, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোনা মিয়া ও সিদ্দিক, কুলো চন্দ্র রায় সহ প্রমূখ।
নীলফামারী-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার আগমনে পূজা মণ্ডপ গুলোতে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়, এ সময় সাবেক এমপি গোলাম মোস্তফা বলেন, দুর্গাপূজা এখন দেশের একটি সার্বজনীন উৎসব ও ঐতিহ্যে পরিণত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির এক প্রকৃষ্ট উদাহরণ। তাই আমাদের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে সকল কে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.