জলঢাকায় শৌলমারী ইউনিয়নে গণ টিকাদান কার্যক্রম উদ্বোধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: শহর গ্রামে টিকা দান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অবদান, করোনা ভাইরাস (কোভিড-১৯ সংক্রমণ) থেকে নিজেকে এবং অপরকে রক্ষা করুন,”টিকা নিন,ঝুকি মুক্ত থাকুন, এ বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় শৌলমারী ইউনিয়নে (কোভিড-১৯) গন টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আজ শনিবার সকালে শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গন টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গণ টিকাদান কার্যক্রম উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোকসেদুর রহমান সবুজ ,শৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান ও থানা পুলিশ, ইউপি সদস্য, আনছার ভিডিপি, গ্রাম পুলিশ সহ অনেকে।
উদ্বোধনের দিনে এ ইউনিয়নে ৬ শত জনকে টিকা প্রদান করেন। এর মধ্য ছিলো পুরুষ ৩ শত ৪৪ জন ও নারী ছিলো ২ শত ৫৬ জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.