জলঢাকায় শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় শারদীয় দুর্গাপুজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত আল মামুন, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক জ্যোতিষ সরকার, সদস্য সচিব ধনেস্বর রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মিত্তঞ্জয় রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন কর্মকার, উপজেলা মৎস্য জীবিলীগের আহবায়ক কুলো চন্দ্র রায় ও জেলা হিন্দু বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাষক অবিনাশ রায় প্রমুখ।
এসময় উপজেলার ১৭৯ টি পুজা মন্ডবে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও প্রতিটি মন্ডবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫ শত কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভায় সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.