জলঢাকায় মুক্তিযুদ্ধকে জানি ডকুমেন্টারি প্রতিযোগিতায় অনির্বান স্কুল সেরা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” ভিডিও ডকুমেন্টারি তৈরিতে উপজেলা পর্যায়ে আলহাজ মোবারক হোসেন অনির্বান উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
জানা গেছে, আজ সোমবার (২০ জুলাই) সকালে অনির্বান বিদ্যালয় হলরুমে শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই সন্মাননা স্মারক স্কুল কতৃপক্ষের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, স্কুলের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ।
২০১৯ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতায় উপজেলা মূল্যায়ন কমিটির বিচারে অনির্বান স্কুলের ডকুমেন্টারি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.