জলঢাকায় মীরগঞ্জ হাটে অবৈধ কারেন্ট জাল জব্দ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ হাটে অবৈধ কারেন্ট জাল জব্দ করেন মৎস্য কর্মকর্তা। জানাগেছে, সোমবার (২৬ জুলাই ২২ইং) বিকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৪র্থ দিনে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় উপজেলার মীরগঞ্জহাট মাছ বাজার সংলগ্ন ৭টি দোকানে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার মিটার কারেন্ট জাল যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করলেন উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান।
পরে জব্দ কৃত কারেন্ট জাল সন্ধ্যায় মোবাইল কোর্ট মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময মৎস্য কর্মকর্তা লিসমা হাসান বিটিসি নিউজকে বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আমাদের কার্যক্রমের আজ ৪র্থ দিনে দেশীয় পোনা মাছ রক্ষায় অভিযান চালিয়ে জব্দ করা তিন হাজার মিটার অবৈধ কারেন্টজাল প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.