জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়ন ও মাইক্রো শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জলঢাকা প্রতিনিধি: ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস৷ লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা, এই দিনে জাতি স্মরণ করছে বীর শহিদদের ৷ এরই ধারাবাহি কতায় সারা দেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ-কমিটি ও মাইক্রো শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও জলঢাকা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এর নেতৃত্বে বাসষ্টান্ড চত্বরে মটর শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরাবতা ও বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, সহ সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু,কোষাধ্যক্ষ মোক্তার হোসেন,সড়ক সম্পাদক জুয়েল মিয়া,দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা,সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক সোহরাব হোসেন,সমাজকল্যাণ সম্পাদক তহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ,ক্রীড়া সম্পাদক আহসান হাবিব মিলন,কার্যকারী সদস্য উজ্জল হোসেন, সাইদার রহমান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু,অফিস সহকারী মোসকুদার রহমান।
আরও উপস্থিত ছিলেন মাইক্রো শাখার সভাপতি তহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক এমদাদুল হক,সহ সভাপতি রাজা ইসলাম,সহ-সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, কার্য্যকারী সভাপতি সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ আশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,সড়ক সম্পাদক জিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক আনিচুর রহমানসহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে জলঢাকা উপ-কমিটি ও মাইক্রো শাখার নেতাকর্মী ও সদস্য বৃন্দগন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.