জলঢাকায় বিনামূল্যে সরকারী নতুন বই হাতে পেয়ে উৎসবে-আনন্দে উৎফুল্ল শিক্ষার্থীরা

জলঢাকা (নীলফামারীর) প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় ১লা জানুয়ারী উৎসব মূখর পরিবেশে বছরের প্রথম দিনেই বই উৎসবে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। 
রবিবার (১জানুয়ারি ২০২৩) সকাল জলঢাকা পৌর সভার ৯ নং ওয়ার্ডের চেরেঙ্গা ঝাড়পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেদেন পৌর প্যানেল মেয়র ও অত্র বিদ্যালয়ের সভাপতি রনজিৎ কুমার রায়,প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রোস্তম আলী। এসময় উপস্থিত ছিলেন সহ সহকারী শিক্ষক/ শিক্ষিকা,অভিভাবক সদস্য ও শিক্ষার্থীরা।
অন্যদিকে গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠ‍্যপুস্তক উৎসব দিবস পালিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলেদেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান জামান,প্রধান শিক্ষক হামিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহ সহকারী শিক্ষক/ শিক্ষিকা,অভিভাবক সদস্য ও ছাত্র/ছাত্রী বৃন্দ।
শৌলমারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে পাঠ‍্যপুস্তক উৎসব দিবস পালিত হয়েছে। ১লা জানুয়ারী নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে ছাত্র/ছাত্রীরা আনন্দিত ও উৎফুল্ল। বই বিতরন কালে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি নওয়াব আলী, প্রধান শিক্ষক আব্দুল বাকী ও সহকারী শিক্ষক, শিক্ষিকাসহ শিক্ষার্থীরা। অপরদিকে শৌলমারী আনছারহাট ইসলামিয়া দ্বি-মূখী দাখিল মাদরাসায় বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
এসময় প্রধান অতিথি শৌলমারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান জামান ও অত্র মাদরাসার সুপারিনটেনডেন্ট এ,কে,এম গোলাম মোস্তফা শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন। বই বিতরন কালে উপস্থিত ছিলেন সহ সহকারী শিক্ষক/শিক্ষিকা,ছাত্র/ছাত্রী ও অভিভাবক সদস্যবৃন্দ।কৈমারী দাখিল মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরন কারা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সভাপতি সাইফুল ইসলাম,সুপার মাওলানা আব্দুস সবুর সহ শিক্ষক/ শিক্ষিকা,অভিভাবক সদস্য ও কমল মতি শিক্ষার্থীরা।
এদিকে ১নং ঝাড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসব পালিত হয়েছে। নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলেদেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। পশ্চিম সিংড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১লা জানুয়ারী নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে নতুন দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘনাথ কুমার রায়। বিতরনে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থীরা।
নতুন বছরে বিনামূল্যে সরকারী বই হাতে পেয়ে উৎসবে- আনন্দে উৎফুল্ল শিক্ষার্থীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.