জলঢাকায় বিজয় ফুল উৎসবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিসার, নুর মোহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সুজাউদ্দৌলা। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার, মুশফিকুর রহমান, হাবিবুর রহমান, আতাউল গণী ওসমানী, কৃষ্ণা কাবেরী বিশ্বাস, হারুন-অর রশীদ, আনোয়ারুল কবির, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন ও মাহমুদুল হাসান প্রমুখ।

এসময় প্রধান অতিথি, ২ নভেম্বর থেকে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভাল ফলাফল করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহবান জানান। এজন্য তিনি শিক্ষার্থীদের ভাল করে প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলেন।

এর আগে সকাল থেকে উপজেলা পরিষদ হলরুমসহ বিভিন্ন ভেন্যুতে বিজয় ফুল তৈরী, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃতি, চিত্রাংকন, একক অভিনয়, দেশাত্মবোধক সংগীত ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিভিন্ন গ্রুপে ৭২ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.