জলঢাকায় বর্বরোচিত হামলার প্রতিবাদে অপরাধীদের গ্রেফাতারের দাবীতে মানববন্ধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় কাপড় ব্যবসায়ী আরিফ চৌধুরীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
আজ শনিবার (২৬শে ডিসেম্বর) সকালে জিরোপয়েন্ট মোড়ে কাপড় ব্যবসায়ী সমিতির আয়োজনে লিয়াকত আলী মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, তমিজ উদ্দিন, মোর্শেদ আলম, আলহাজ্ব মশিউর রহমান-বাবু, হামিদুর রহমান, শাহ্ আবু বক্কর চৌধুরী, সিদ্দিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন ৭২ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবি জানান। নইলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, হিরু চৌধুরী, মিজানুর রহমান-দুলু, রেজাউল আলম, বজলুর রশিদ-নিপু, ছাইদুল ইসলাম, আব্দুস ছালেক, মোশফিকুর রহমান, সেলিম, রাসেল, আশিকুর রহমান, মোসলেম উদ্দিনসহ শত শত ব্যবসায়ী।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৫শে ডিসেম্বর) ভোর ৫টায় আরিফ চৌধুরী উপজেলা রোডস্থ হরিজন পাড়া এলাকায় হাটতে গেলে অপরিচিত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মারাত্মক জখম করে।
সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে রোগীর অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.