জলঢাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর কারনে উপজেলর ১১ টি ইউনিয়নসহ পৌরসভার প্রতিটি মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ ঈদ উদযাপন করছেন।
আজ সোমবার (২৫ মে) সকাল ৯ টা ৩০ মিনিটে আলফালাহ্ জামে মসজিদ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের জামায়াতের ইমামতি করেন অত্র মসজিদের পেশ ইমাম জামিয়ার রহমান।
জামায়াত শেষে খুতবা পেশ করা হয়। এর পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়।
এছাড়া মোনাজাতে সকলের জীবনের গুনাহ মাফ চাওয়া হয়েছে।সব মৃত ব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়েছে। যেকোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়েছে।
জামায়াত শেষে কোলাকুলি ও হাত মেলাতে মানা থাকায় সেগুলো মেনেই ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.