জলঢাকায় নবাগত ইউএনও সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 

জলঢাকা (নীলফামারীর) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম এর সাথে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৪ নভেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম, জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু,ওসি (তদন্ত) আব্দুর রহিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক,কৃষি অফিসার সুমন আহমেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ইউএনও ময়নুল ইসলাম জলঢাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.