জলঢাকায় দশ কেজি গাজাঁসহ আটক-১, প্রাইভেট কার জব্দ

জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় দশ কেজি গাঁজাসহ এক প্রাইভেট কারের চালককে আটক করেছে জলঢাকা থানা পুলিশ। এ সময় মাদক দ্রব্য বহনের আভিযোগে প্রাইভেট কারটিকে জব্দ করা হয়।
আজ বুধবার দুপুরে পৌর শহরের পেট্রোলপাম্প এলাকায় এলইডি বাল্পের প্রচার গাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটক কৃত গাড়ী চালকের নাম মোস্তফা ওরফে ব্রিটিশ (২৭)। গাড়ি নং ঢাকা মেট্রো ক-০৩-৬৯৭৫। সে লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলার মীজার্রকোর্ট কাসিয়াবাড়ী এলাকার আমীর হোসেনের ছেলে বলে জানা গেছে।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্ব পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রাইভেট কারটিকে আটক করে। পরবর্ত্তিতে গাড়ির পিছনের ব্যাকডালায় তল্লাশী চালিয়ে গোপন স্থান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয় জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন,আটককৃত গাড়ীর চালক মোস্তফা এলএডি বাল্ব ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিলো । তিনি আরো জানান তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.