জলঢাকায় জেলা পুলিশের ত্রান বিতরণ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: বিশ্বব্যাপী মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে নীলফামারীর জলঢাকা উপজেলায় জেলা পুলিশের উদ্দ্যোগে দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক, কর্মহীন ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম।
এসময় তিনি উপজেলার মৌলভীবাজার, পৌরসভার পেট্রোল পাম্প, ট্রাফিক মোড়, জেলেপাড়া, সোনালী ব্যাংক মোড়, মাথাভাঙ্গা টিএনটি মোড়সহ বিভিন্ন এলাকায় ২ শত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি সোলা, সাবান, লবণ, ডিটারজেন্ট পাউডার ও মাস্ক বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) রুহুল আমিন, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও ওসি তদন্ত ফজলুর রহমান প্রমুখ।
এসময় পুলিশ সুপার প্রত্যেকটি পরিবারের খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং জরুরী প্রয়োজন ব্যতীত ঘরে থাকার পরামর্শ প্রদান করেন।
এছাড়াও তিনি সকল সর্বসাধারনকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের আহ্বান জানান। এর আগে তিনি নীলফামারী সদর উপজেলা ত্রান সামগ্রী কিতরণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.