জলঢাকায় জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গল দ্বীপের নানান কর্মসূচী পালিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: “সকলের হাত সকলে ধরি, মঙ্গলের পথে এগিয়ে চলি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মঙ্গল দ্বীপ” এর আয়োজনে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু – কিশোরদের প্রতিভা বিকাশ মুলক বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার শেষ বিকেলে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী আলোর বাজারে চাওড়াডাঙ্গী পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীতে ছিল, শিশুদের রচনা প্রতিযোগীতা, স্বাস্থ্য পরিক্ষা, ব্লাড গ্রুপ টেস্ট মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পুরস্কার বিতরণ। এ উপলক্ষে আওয়ামীলীগ নেতা আহমেদ হোসেন ভেন্ডারের সভাপতিত্ব অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, প্রফেসর সাখাওয়াত হোসেন, এ্যাড. আসাদুজ্জামান রায়হান, মায়ের হাসি প্রকল্প পরিচালক একে.এম মাসুদ, মঙ্গল দ্বীপের উপদেষ্টা ডাঃ এনায়েতউর রহমান, ডাঃ তহিদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মঙ্গল দ্বীপের সভাপতি কামরুজ্জামান মিলন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.