জলঢাকায় জাতীয় মৎস্য সপ্তাহে পোনামাছ অবমুক্তকরণ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: ”বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারী জলঢাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে আজ রোববার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে ১২ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
পোনা মাছ অবমুক্তকরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সিরাজুল ইসলাম, মৎস্য চাষী মানিকুজ্জামান মানিক প্রমুখ।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ (২৮শে আগস্ট থেকে ০৩রা সেপ্টেম্বর, ২০২১ইং) পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন উপজেলা মৎস্য দপ্তর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.