জলঢাকায় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন   

জলঢাকা প্রতিনিধি: একটি বৃক্ষ, একটি মুজিব ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে জলঢাকা সরকারি কলেজ মাঠে ফলজ, বনজ ও ওষধি গাছ লাগিয়ে এর আনুষ্ঠানিক  উদ্বোধন করেন সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাবেক মেয়র ইলিয়াস হেসেন বাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল শাহ আপেল, সাধারন সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি নলনী বিশ্বাস জয়, যুবলীগ নেতা লাভলুর রশীদ, নাহিদ পাবেল ও আনোয়ার হোসেন প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি  নলনী বিশ্বাস জয় জানান, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ” মুজিববর্ষ” উপলক্ষে আমরা উপজেলা ছাত্রলীগের উদ্দোগে সকল নেতা কর্মী মিলে উপজেলা জুড়ে ২ হাজার গাছের চারা রোপণ করব।

উপজেলা ছাত্রলীগের আয়োজনে এসময় আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.