জলঢাকায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোষাক বিতরণ 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল,পোষাক ও অন্যান্য উপকরন সামগ্রী বিতরন করা হয়।
জানাগেছে, উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গনে গ্রাম পুলিশদের উপস্থিতিতে এ সব উপকরন সামগ্রী বিতরন করেন নীলফামারী-৩ জাতীয় সংসদ সদস্য (অবঃ) মেজর রানা মোহাম্মাদ সোহেল। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য নীলফামারী-৩ (অবঃ) মেজর রানা মোহাম্মাদ সোহেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, থানা অফিসার ইনর্চাজ ফিরোজ কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,কাঠাঁলী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.