জলঢাকায় গনতান্ত্রিক সংলাপ পরিচালনায় সহায়তা ও তথ্য অধিকার শীর্ষক কর্মশালার সমাপনী কার্যদিবস 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: গনতান্ত্রিক সংলাপ পরিচালনায় সহায়তা এবং তথ্য অধিকার শীর্ষক এবং ‘নারীর অধিকার ও অন্তভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক’ (যুক্ত) প্রকল্পের অধিনে নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ হাট মডেল উচ্চবিদ্যালয় হলরুমে ২৫ শে আগষ্ট ২০২২ ইং সকালে নাগরিক সমাজ সংগঠন / সিএসও এর উদ্যোগে সমাপনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সিএসও এর বিভিন্ন সংগঠন থেকে সদস্যবৃন্দ,সুধী সমাজ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে প্রধান সমন্বয় হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া কো-অডিনেটর, মানব কল্যাণ পরিষদ (যুক্ত) প্রকল্পের ইয়াসিন আলী, ফিল্ড ফেসিলেটেটর নিহারঞ্জন ভট্টাচার্য, গৌরব কুমার দাস, রানী বেগম প্রমূখ।
অনুষ্ঠানে নিহারঞ্জন ভট্টাচার্য সিএসও এর সদস্যদের  বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন । অনুষ্ঠান আয়োজনে মানব কল্যান পরিষদ এম.কে. পি। প্রকল্প সহযোগীতায়ঃ নেটজ বাংলাদেশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.