জলঢাকায় কৃষক গ্রুপ গঠন ও নমুনা আমন ধান কর্তন


জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জলঢাকার ব্যবস্থাপনায় গতকাল সোমবার নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়ায় আগাম আমন ধান কর্তন উৎসব পালিত হয়েছে।

পরে একই স্থানে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ প্রকল্পের অর্থায়নে সব্জি ফসল কৃষক গ্রুপ গঠন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী। নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কাশেম আযাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক।

প্রধান অতিথি আগাম আমন ধান চাষ করে রবি শস্য চাষাবাদে উদ্বুদ্ধ হওয়ায় অত্র এলাকার কৃষকদের ধন্যবাদ জানান। কৃষকদের দলমুখী হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করে তিনি সমন্বিত আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহন করতে উপস্থিত সকলকে আহবান জানান।

পরে খুটামারার আরাজি কাঁঠালীতে একই প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মনিটরিং ও সঠিক বালাই দমনের উপায়ের জন্য আলোক ফাঁদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানগুলোতে বিপুল পরিমান কৃষকের উপস্থিতিতে কৃষি সম্প্রসারণ অফিসারদ্বয়, উপসহকারী কৃষি অফিসারগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.