জলঢাকায় কাঠালী ইউনিয়নে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা বেস্টনি কর্মসূচির আওতায় নীলফামারীর জলঢাকা উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচি শুরু করা হয়েছে।
মঙ্গলবার (২৫-জানুয়ারী) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুর্বপাড়া ঈদগাহ ময়দানে মাটি কেটে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, ইউপি সদস্য লুৎফর রহমান ও নন্দলাল রায় প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক জানান, ২০২১-২২ অর্থ বছরে প্রথম পর্যায়ে ৪০ দিনের ইজিপিপি কর্মসূচিতে কাচাঁ সড়কে মাটির কাজে উপজেলার ১১ ইউনিয়নে ২ হাজার ৬ শত ৪৫ জন অতি দরিদ্র উপকারভোগী এই কাজে সুযোগ পেয়েছে। তারা প্রতিদিন ৪ শত করে ৪০ দিনে মোট ১৬ হাজার করে টাকা পাবে। কাঠালী ইউনিয়নে কাজ করছে ২ শত ১৯ জন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই কাজ বাস্তবায়ন করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.