জলঢাকায় ঐক্যবদ্ধতার অঙ্গিকার নিয়ে সামাজিক সংগঠন ” বন্ধন “এর আত্মঃপ্রকাশ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নির্যাতিত, নিপিড়ীত ও অসহায় দরিদ্র জনগোষ্টির বৈষম্যতা দুরিকরনে এবং তাদের পাসে থাকতে ঐক্যবদ্ধতার অঙ্গিকার নিয়ে নীলফামারী জলঢাকায় আত্মঃ প্রকাশ ঘটেছে সামাজিক সংগঠন ” বন্ধন ” এর।

গতকাল ৫ই জুলাই শুক্রবার বিকালে পৌর শহরের জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনটির উদ্দ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয় এবং সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটির আত্মঃ প্রকাশ ঘোষনা করেন সংগঠনটির সাধারন সম্পাদক সাংবাদিক আবেদ আলী। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হন দি নিউনেশন পত্রিকার জলঢাকা প্রতিনিধি শাহাজাহান কবির লেলিন, ও দৈনিক খোলা কাগজ জলঢাকা প্রতিনিধি সাংবাদিক আবেদ আলীকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাহিনুর ইসলাম জীবন, যুগ্ন-সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা, সাংগাঠনিক সম্পাদক হাসানুজ্জামান সিদ্দীকি, কোষাধ্যক্ষ মাইদুল হাসান, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রাজ, প্রচার সম্পাদক এরশাদ আলম, ক্রিড়া সম্পাদক আজম বাদশা সাবু, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মঈন উদ্দীন শিরিন, সাহিত্য বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, সাংস্কৃর্তি বিষয়ক সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র রায় এবং ধর্ম বিষয়ক সম্পাদক এন আই মানিক ও মৃনাল চন্দ্র রায়। এছাড়া কার্যনির্বাহী সদস্য ১. সিনিয়র সাংবাদিক মানিক লাল দত্ত,২. হাসানুর কাবীর মেহেদী, ৩. জিকরুল ইসলাম, অন্যন্য সদস্যবৃন্দরা হলেন, জুয়েল শাহ্, রাশেদুজ্জান সুমন, রমানাথ রায়, গোলাম রব্বানী ডলার, মাহাবুব নোমান, রিপন বিশ্বাস, ওয়াহেদ বাদশা, প্রভাষক নুরুনবী প্রমুখ।

সর্বসম্মতিক্রমে এ কমিটি ৩ বছর বলবৎ থাকবে বলে স্বীদ্ধান্ত হয়। উল্ল্যেখ সামাজিক সংগঠন বন্ধনের প্রতিপাদ্য শ্লোগান হলো :- পাসে আছি সারাক্ষন – সামাজিক সংগঠন বন্ধন। এরই ধারাবাহিকতায় আগামির পথ  চলা শুরু হবে সংগঠনটির। সংগঠনটি উত্তরনে সকল সদস্য ঐক্যবদ্ধ থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.