জলঢাকায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় থানায় এজাহার 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় স্কুলে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এনে ৭ জনের নামে থানায় এজাহার করেছে ঐ শিক্ষার্থীর মামা রবিউল ইসলাম। এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন।এদের মধ্যে তিন জনকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে কৈমারী ইউনিয়নের বিন্নাকুড়ী দীঘিরপাড় নামক এলাকায়।
স্থানীয় ও এজাহার সূত্রে জানা গেছে সোমবার সকালে ব্রাক স্কুল খুলে প্রথম শ্রেণির ছাত্রী আরিফা আক্তার বসার নিজ আসনটিতে ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে তার সহপাঠী মুন্নি আক্তারের সাথে বাদে ঝগড়া। মুন্নি আক্তার দৌড়ে গিয়ে তার বাবাকে ডেকে নিয়ে আসে স্কুলে। মুন্নির বাবা মতিনুর এসে কিছু বুঝে উটার আগে আরিফাকে মারধর করে।আরিফা কেঁদে কেঁদে বাড়িতে গেলে বিষয়টি অভিভাবককে জানায়।
এরই সুত্র ধরে মুন্নির বাবা মতিনুর দলবদ্ধ হয়ে এসে আবারো শিশুটির পরিবারে ওপর হামলা চালায়। এটি এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের রুপ নেয়।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে অন্তত ৮ জন আহত হয়েছে বলে জানান স্থানীয়রা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.