জলঢাকায় আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় গতকাল মঙ্গলবার শেষ বিকেলে স্থানীয় খাদ্য গুদাম প্রাঙ্গনে উপজেলা (ভারপ্রাপ্ত) খাদ্য কর্মকর্তা সুলতানুল ইসলাম সুমনের আয়োজনে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ /২০১৯-২০ মৌসুমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদৌলা সুজা,উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস,উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মুহা:মাহফুজুল হক,উপজেলা খাদ্য নিয়নন্ত্রক জগদিস চন্দ্র রায়,ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,উপ খাদ্য পরিদর্শক হাসান মো: আজিজুল হাকিম সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার মিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।খাদ্য কর্মকর্তা সুলতানুল ইসলাম সুমন সাংবাদিকদের বলেন,পৌরসভা সহ গোটা উপজেলার ২৫ শ ৬৩ জন কৃষক ধান সংগ্রহ করতে পারবে। প্রতি কৃষক ১ মেট্টিকটন ধান সংগ্রহ করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.