জলঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাঁতীলীগের আলোচনা সভা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছেন বাংলাদেশ তাঁতীলীগের নেতাকর্মীরা।
গতকাল রোববার সন্ধ্যায় থানা মোড় চত্বরে উপজেলা চেয়ারম্যান’র স্থানীয় কার্যালয়ে বাংলাদেশ তাঁতীলীগের উপজেলা সভাপতি হাসানুর রহমান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামীগের উপজেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, হাফিজুর রহমান, পৌর আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ।
এসময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ তাঁতীলীগের উপজেলা সাধারণ সম্পাদক,  আক্তারুজ্জামান শামিম, ধর্ম বিষয়ক সম্পাদক আল ইকরাম বিপ্লব,বঙ্গবন্ধু প্রজন্মলীগরে উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের উপজেলা সভপতি  মশিউর রহমান হিট্টু, শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জোনাব আলী, পৌর যুবলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান পিকু,পৌর তাঁতীলীগের আহবায়ক মনোয়ার হোসেন মিলন ও সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতীলীগের উপজেলা, পৌর সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা প্রমুখ। আলোচনা সভা শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদের প্রতি বিষেশ মোনাজাত করেন জলঢাকা থানা ঈমাম মাওলানা মোঃ নুরুল্যাহ হাফেজ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.