জলঢাকায় অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে লেডিস ক্লাবের সেলাই মেশিন বিতরন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: “শান্তি মোদের কাম্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। আজ রবিবার বিকেলে লেডিস ক্লাবের উদ্দ্যোগে ক্লাব প্রাঙ্গনে উপজেলার ১৯জন অসহায় দুস্থ নারীর হাতে এই সেলাই মেশিন তুলে দেন লেডিস ক্লাবের সভাপতি ইউএনও পত্নী জেরিন জেবিন।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি ও এসিল্যাণ্ড পত্নী নাফিসা তাসমিন মিতু, সাধারন সম্পাদক সেলিমা বেগম, লেডিস ক্লাবের সদস্য নয়ন মুনান ও ক্লাবের সদস্যবৃন্দ। এডিপি ফাণ্ডের সহযোগিতায় ২ লাখ টাকা ব্যয়ে এই সেলাই মেশিন বিতরন করা হয়। এসময় ক্লাবের সভাপতি জেরিন জেবিন বলেন, গ্রামীণ দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে আমরা এই উদ্দ্যোগ নিয়েছি। আগামি দিনগুলোতে বেশি বেশি করে আমরা সামাজিক কর্মকাণ্ড করতে চাই। সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে লেডিস ক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক ও দুস্থ মহিলারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.