জলঢাকায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ ই মার্চ) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ- সার্ভিসেস ইউনিট এর ব্যবস্থাপনায়
উপজেলা পরিষদ হলরুম দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মাতৃস্বাস্থ্য) ডা. আ.ন. মোস্তফা কামাল মজুমদার,জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোজাম্মেল হক,জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ,উপজেলা স্বাস্থ্য ও পঃ পহ কর্মকর্তা ডা. আবু রেজওয়ানুল কবীর, উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক প্রমুখ।
এ কর্মশালায় উপজেলার ১১ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন, ইউনিয়ন পর্যায়ের কর্মরত পরিবার পরিকল্পনার কল্যাণ সহকারী ও স্থানীয় সাংবাদিকগন সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় বক্তারা স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে সকলের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। এতে সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হাসিম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.