জলঢাকায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের সাথে উপজেলা জামায়াতের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, বুধবার (৯ জুলাই) বিকেলে জলঢাকা মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার।
সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়েত ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারী এ্যাড, আল ফারুক আব্দুল লতিফ, জেলা মজলিশে সুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, প্রভাষক আব্দুল কাদিম, উপজেলা জামায়াতের সুরা সদস্য ওমর ফারুক, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুজাহিদ মাসুম, প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিকগনকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কাছে দেশ গঠনে জামায়াতের কার্যক্রম তুলে ধরার আহবান জানান।
এসময় আরো বলেন আমরা আপনাদের মাধ্যমে সঠিক সংবাদটি জানতে পারি। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সাংবাদিকদের জীবন মান উন্নয়নের জন্য ওয়েজ বোর্ডের মাধ্যমে তাদের সম্মানি প্রদান করা হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ, জাতি ও সমাজের উন্নয়নে কাজ করে চলেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.