নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ কর্তৃক দায়েরকৃত হয়রানী মূলক মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর জলঢাকা উপ-কমিটি।
বুধবার (২৭ শে আগস্ট) বিকালে স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে জলঢাকা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সভাপতি মমিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান জুয়েল, মটর শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা হামিমুর রহমান, জলঢাকা পৌর কমিটির সভাপতি আতাউর রহমান, লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক জোনাব আলী, উপ-কমিটির সহ-সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম বুলবুল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুস আলী, প্রমূখ।
সমাবেশে বক্তারা মটর মালিক গ্রুপ কর্তৃক হয়রানী মূলক মিথ্যা মামলা চাঁদাবাজীর মামলা অতিদ্রুত প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.