জলঢাকায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জলঢাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ‍্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন,কেন্দ্রীয় সম্মনয়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য আবু সাইদ লিয়ন, জেলা প্রশাসক নাইরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, মোস্তফা কামাল, জলঢাকা থানা অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম,জামায়াতের রংপুর বিভাগের মহানগর কমিটির সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফি, উপজেলা জামায়াতের আমীর মোখলেছার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান ও উপজেলা বৈশম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।
জলঢাকা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলার প্রায় চার শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে দুপুর ২.৩০মিনিটে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁও থেকে জলঢাকা স্টোডিয়াম মাঠে অবতরণ করেন তরুণ এই উপদেষ্টা আসিফ মাহবুব সজীব ভূইয়া।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.