নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি শুক্রবার বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজাহান কবীর লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী।
এ সময় মাগফেরাত কামনা চেয়ে বক্তব্য রাখেন, বালাগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই চেয়ারম্যান, উপজেলা যুবদল সদস্য সচিব শাহিনুর হক বাবু, কৃষকদল সভাপতি আমজাদ হোসেন, শ্রমিক দল সভাপতি আমিনুর রহমান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনূস আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াদ ইসলাম, সদস্য সচিব রিপন, যুবদল নেতা আবু তোরাব ঈমন, ওমর ফারুক ছোট বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফোরামের আহবায়ক, বিভূত ভূষন, পৌর জাসাস নেতা সুলতান মাহমুদ, আবেদ আলী, জিয়াউর রহমান জিয়া, যুলাই যোদ্ধা ফারুক, বৈষম্য বিরোধী ছাত্র নেতা রাজু আহমেদ, জিয়া পরিষদের আহ্বায়ক রোকনুজ্জামান চৌধুরী, জিয়ামঞ্চের সদস্য সচিব প্রভাষক তুহিনুর রহমান নয়ন, পৌর আহবায়ক আব্দুর রহিম, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা সাদেক হোসেন খোকা।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন।
মোনাজাতে মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতিতে অনন্য অবদান রেখে গেছেন। তাদের আদর্শ অনুসরণ করে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জাতীয়তাবাদী পরিবারের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #















