জলঢাকায় পাঠানপাড়া এম ইউ আলিম মাদ্রাসায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নে পাঠানপাড়া এম ইউ আলিম মাদ্রাসায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন ও আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার ৭ই মার্চ সকাল ১১টা ৩০ মিনিটে পাঠানপাড়া এম ইউ আলীম মাদ্রাসা হলরুমে উক্ত প্রতিষ্ঠানের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুহুল আমীন আজাদ।
এসময় উপস্থিত ছিলেন মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম(রফিক),এইচ বি এম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মঞ্জুরুল ইসলাম খান (বাবু), মীরগঞ্জ ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সমাজ সেবক সিরাজুল ইসলাম, নুর আহম্মদ (বুধা) সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.