BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জলঢাকায় ধানের শীষ মার্কার লিফলেট বিতরণ

জলঢাকায় ধানের শীষ মার্কার লিফলেট বিতরণ

নীলফামারী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে জলঢাকা বাসস্ট্যান্ড চত্বর ও এর আশপাশের এলাকায় ধানের শীষ প্রতীকের এই নির্বাচনী প্রচারণায় নামেন উপজেলা বিএনপি এবং শ্রমিক দলের নেতাকর্মীরা।

এসময় তারা বিভিন্ন দোকানপাট, পথচারী এবং ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। লিফলেট বিতরণকালে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাসস্ট্যান্ড এলাকা।

গণসংযোগে অংশ নেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান এবং মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, সদস্য সচিব ইউনুস আলী, উপজেলা যুবদল এর সদস্য সচিব শাহিনুর হক বাবু. ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

প্রচারণা শেষে নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটবে বলে আশাবাদী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ