জলঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নীলফামারী প্রতিনিধি: “ধর্ম বর্ণ ভিন্ন মত” সবার জন্য খেলা ফত”এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী জলঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ শে সেপ্টেম্বর) সকাল ১১টায় জলঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক মোড়ে মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে খেলাফত মজলিসের শতাধিক নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি জাহেদুল ইসলাম।
সমাবেশে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক আল হাবিব, সহ-সভাপতি আতিকুল ইসলাম ও হাফেজ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওসমান গনি রওশন, বেলাল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, ওবাইতুল মাল সম্পাদক জিকরুল ইসলাম ও মিন্টু  প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.