জলঢাকায় খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নির্বাচনের লটারি অনুষ্ঠিত 

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নের ৫০টি কেন্দ্রর জন্য খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নির্বাচনের লটারি অনুষ্ঠিত হয়। 
মঙ্গলবার (১৯ শে আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও জলঢাকা খাদ্য বিভাগ এর আয়োজনে ১১টি ইউনিয়নের ৫০টি কেন্দ্রর জন্য খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নির্বাচনের লটারি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম গোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামজেদুল ইসলাম, খাদ্য পরিদর্শক মোছাঃ বিলকিস বেগম,উপজেলা খাদ্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিন,সংশ্লিষ্ট কর্মকর্তা সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম গোলাম মোস্তফা জানান, উক্ত অনুষ্ঠানে আবেদনকারী সহ সকলের উপস্থিতিতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরণ পূর্বক উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নে ডিলারদের নির্বাচন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.