জলঢাকায় উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জানা গেছে, ৬ জানুয়ারি সোমবার সকালে উপজেলা স্টেডিয়াম মাঠে এই খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আশিফ ইকবাল সাজু, নাগরিক কমিটির আহবায়ক আলমগীর হোসেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ অনেকে।
উদ্বোধনী খেলায় বালক শৌলমারী পুরান তিস্তা সপ্রাবি ৩–১ গোলে ধর্মপাল পাইটকাপাড়া সপ্রাবিকে এবং বালিকাদের খেলায় ধর্মপাল কালিতলা সপ্রাবি টাইব্রেকারে ৪–২ গোলে শৌলমারী ইসাতুল সপ্রাবিকে পরাজিত করে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে টুর্নামেন্টে বালক বালিকা গ্রুপে ২৪টি দল অংশগ্রহণ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.