জলঢাকায় আন্তর্জাতিক মাতৃ ভাষা ও শহীদ দিবসে যুবলীগের বিনম্র শ্রদ্ধা ও শোক র‌্যালী

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় অমর ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃ ভাষা ও শহীদ দিবসে সকল ভাষা শহীদদের প্রতি উপজেলা ও পৌর যুবলীগের বিনম্র শ্রদ্ধা ও শোক র‌্যালী।
মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি শোক র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগ নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের সদস্য ও উপজেলা ছাত্রী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবলীগ নেতা আখতারুজ্জামান বাবু, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আজম বাদশা সাবু, গোলাম মোস্তফা সোহাগ,মৃনাল বিশ্বাস,সঞ্জয় রায়,মীরগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি হেলালুজ্জামান হেলাল।
এছাড়াও পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী যুবলীগে সভাপতি /সম্পাদক ও সদস্য গন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.