জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন “জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ই মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভা মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী  রানী, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রেডিট সুপারভাইজার খোরশেদ আলম। আলোচনা সভায় বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। উক্ত কর্মসুচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও পৌর সভাসহ বিভিন্ন ইউনিয়নের নারীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.