জলঢকায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের ৫ম দিনে “বাহারী মাছের সমাহারে, বর্ষায় সৌন্দর্য্য পড়ে ঝরে” বিয়য়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা আহসান হাবীব, ডাঃ মাহফুজুল হক সেনিন, সাংবাদিক মর্তুজা ইসলাম মাষ্টার ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক।

প্রতিযোগিতায় উপজেলার জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় (ব্র্যাক) চ্যাম্পিয়ন ও আলহেরা এডুকেয়ার হোম মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতর্কিক নির্বাচিত হয় ব্র্যাক মাধ্যমিক স্কুলের ১০ম শ্রেনীর শিক্ষার্থী মুশফিকা সাদিয়া ফারজানা। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় “মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি”।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.