জর্ডানকে অঘটন ঘটাতে দিলো না দক্ষিণ কোরিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: একদিন আগে এশিয়া কাপের ফেভারিট জাপানকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল ইরাক। আরেকটু হলে জর্ডানও চমক দেখাতে পারতো। কিন্তু ইনজুরি টাইমের আত্মঘাতী গোলে বড় বাঁচা বেঁচে গেলো দক্ষিণ কোরিয়া। শনিবার দোহায় দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
পার্ক ইয়ং-উ’র আত্মঘাতী গোল ও ইয়াজান আল নাইমাতের স্ট্রাইক সন হিউং মিনের নবম মিনিটের পেনাল্টি গোলকে বিফলে পরিণত করে জর্ডান।
কিন্তু ইনজুরি টাইমের প্রথম মিনিটে ইয়াজান আল-আরব নিজের জালে বল জড়ালে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের কোরিয়ানরা পয়েন্ট উদ্ধার করে।
জিতলে ‘ই’ গ্রুপ থেকে এক ম্যাচ আগেই নকআউটে ওঠার সুযোগ ছিল দুই দলের সামনে। প্রথম ম্যাচে বাহরাইনকে ৩-১ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার তারা শেষ গ্রুপ ম্যাচে লড়বে মালয়েশিয়ার বিপক্ষে। শেষ ষোলোতে ওঠার হাতছানি এখনও তাদের সামনে।
মালয়েশিয়াকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল জর্ডান। শেষ ম্যাচে তারা খেলবে বাহরাইনের বিপক্ষে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.