জর্জিয়ায় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে উড়ে গেল গাড়ি!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সাধারণত সিনেমাতেই দেখা মেলে এমন দৃশ্যের। হাইওয়েতে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রীতিমতো উড়ে গেল একটি প্রাইভেটকার! যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ঘটেছে এমন দুর্ঘটনা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
নিরাপত্তা কর্মীদের বডিক্যামে ধরা পড়ে লোমহর্ষক এমন দৃশ্যের। দেখা যায়, থেমে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায় দ্রুতগতির প্রাইভেটকারটি। মুহূর্তেই উঠে যায় বেশ খানিকটা ওপরে। ভাসতে ভাসতেই এগিয়ে যায় সামনে। আছড়ে পড়ে অনেকটা দূরে গিয়ে। সেসময় আবার সংঘর্ষ হয় আরেকটি গাড়ির সাথে।
দুর্ঘটনা কবলিত গাড়িতে একমাত্র আরোহী হিসেবে ছিলেন ২১ বছর বয়সী এক নারীচালক। ভাগ্যক্রমে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.