জরুরি নম্বরে ফোন, বন্দুকধারীর গুলিতে পুলিশ সদস্য নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শহরের মেয়র শেরি ক্যাপেলোর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন। মেয়র জানান, বেঁচে যাওয়া পুলিশ সদস্যের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে জরুরি নম্বর থেকে ফোন পাওয়ার পর লেবানন শহরের একটি বাড়িতে ছুটে যায় পুলিশ। এ সময় কিছু বুঝে ওঠার আগেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় এক অস্ত্রধারী।
এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হামলার কারণ সম্পর্কে কিছুই জানা না গেলেও পারিবারিক কলহের কারণে একে অপরকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
হামলাকারীকে ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে, একই দিন নিউইয়র্কের ব্রুকলিনে গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে একজন। কে বা কারা গুলি করেছে, তা তদন্তে কাজ করছে স্থানীয় পুলিশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.