জয়ের ধারা অব্যাহত রাখতে নিউক্যাসলের মুখোমুখি ম্যানসিটি

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। সেন্ট জেমস পার্কে শনিবার (১৩ জানুয়ারি) ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়। আরেক ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে লড়বে ইংলিশ জায়ান্ট চেলসি। এ ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
বেশ কিছুদিন ধরে দারুণ ছন্দে আছে ইপিএল চ্যাম্পিয়ন সিটি। টানা পাঁচ ম্যাচে জিতে উড়ন্ত ফর্মে আছে তারা। লিগেও সবশেষ দুই ম্যাচে জিতেছে ইতিহাদের ক্লাবটি। তবে, তাদের সঙ্গে লড়াইটা জমিয়ে রাখছে লিভারপুল ও আর্সেনাল। বর্তমান চ্যাম্পিয়নদের কোনোভাবেই পয়েন্ট টেবিলে আধিপত্য বিস্তার করতে দিচ্ছে না ইর্য়ুগেন ক্লপ বাহিনী।
গেলো মৌসুমের ট্রেবল জয়ের ধারাবাহিকতা এ মৌসুমেও ধরে রাখার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল পেপ গার্দিওলার দল। মৌসুমের শুরুতে ধারা ধরে রাখলেও খুব বেশি সময় সে স্রোতে গা ভাসাতে পারেনি তারা। আর্সেনাল ও লিভারপুলের ইঁদুর-বিড়াল দৌড়ের কাছে পরাস্ত হতে হয়েছে হলান্ড-আলভারেজদের।
জয়ের ধারা অব্যাহত রাখতে নিজেদের পরবর্তী ম্যাচে সম্ভাব্য ৪-২-৩-১ ফর্মেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ গার্দিওলা। যেখানে রক্ষণের শক্তি বাড়াতে মনযোগী কোচ। গভার্দিওল, দিয়াল, ওয়াকার, একেদের ওপর পূর্ণ আস্থা গুরু গার্দিওলার। তবে, এ ম্যাচে পাওয়া যাবে না আর্লিং হলান্ডকে। পায়ের ইনজুরিতে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। অ্যাঙ্কেলের ইনজুরিতে এই ম্যাচেও থাকছেন না স্টোন্স।
সম্ভাব্য ৪-৩-৩ ফর্মেশনে স্কোয়াড গোছাচ্ছে নিউক্যাসল। তবে, অতীত পরিসংখ্যান চিন্তার কারণ নিউক্যাসলের জন্য। মুখোমুখি ২৯ দেখায় ২৩ বার জিতে জয়ের পাল্লাটা ভারী ম্যানচেস্টার সিটির। মাত্র ৩টি জয় দ্য ম্যাগপাইদের। জয় পেতে নিজেদের সেরাটা দিতেই মুখিয়ে দুদল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.