জয়পুরহাটে বিএনপির সম্মেলনে ককটেল বিস্ফোরণ, আটক-৬

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ সময় বিএনপির ছয় নেতাকর্মীক আটক করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) বিকালে ধরঞ্জী হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে সম্মেলনে জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুরে সম্মেলন উদ্বোধনের সময় বিএনপির পদবঞ্চিতরা মঞ্চস্থলের পেছন থেকে ককটেল নিক্ষেপ করেন। সেটি বিস্ফোরিত হলে মাঠের নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করেন। এ অবস্থায় তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় সম্মেলনস্থল থেকে বিএনপির ছয় নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে পাড়ইল গ্রামে আলোচনা সভা করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম মন্ডলকে সভাপতি ঘোষণা করা হয়েছে। পরে বাকিদের নাম ঘোষণা করে দেওয়া হবে।’
এ বিষয়ে পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আলম বলেন, ‘বিএনপির পদবঞ্চিত একটি পক্ষ সম্মেলনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেইসঙ্গে ছয় জনকে আটক করা হয়।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জয়পুরহাট প্রতিনিধি মো. আসলাম হোসেন#

Comments are closed, but trackbacks and pingbacks are open.