জম কালো আয়োজনের মধ্য দিয়ে Gaibandha tv র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

গাইবান্ধা প্রতিনিধি:  আজ বুধবার( ১৬ অক্টোবর) বেলা ১১টায় গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধা টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে গাইবান্ধা টিভির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌর মেয়র এডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের  চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, গাইবান্ধা জেলা তথ্য অফিসার মোঃ হায়দার আলী।
গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর সাবু, দৈনিক জনসংকেত পত্রিকার  সম্পাদক দীপক কুমার পাল, গাইবান্ধা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রেজাউন্নবী  রাজু।
গাইবান্ধা সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার, গাইবান্ধা টিভির সকল উপজেলা প্রতিনিধি, এসময় অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.