নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে চাঁদাবাজির মিথ্যা মামলায় বয়োবৃদ্ধ পিতাসহ জামায়াত-বিএনপির নেতাকর্মী তিন ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে নাটোর-পাবনা মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকালে আহম্মেদপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক ইয়াকুব আলী, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মেম্বার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, জামায়াত নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা রেজাউল করিম ভ‚ট্টু, জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান ময়না, গৃহবধু আন্না বেগম ও আফরোজা বেগম বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেন আহম্মেদপুর বাসস্ট্যান্ডে ২২ শতক জমি কিনেন। কিন্তু তারা আহম্মেদপুর গ্রামের মুজিবুর রহমানের ৭ শতকসহ পুরো জমিতে মার্কেট নির্মাণ করেন। মুজিবুর তাদের অংশের জমি ছাড়তে বললেও তারা ছাড়েনি। এমনকি তারা এ ব্যাপারে সালিশ বৈঠকও অমান্য করায় মুজিবুরের ছেলেরা তাদের জমিতে থাকা ১১টি দোকানে তালা দেয়। এ সুযোগে তারা প্রশাসনকে চাঁদা দাবির মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করে মুজিবুর রহমান, তার তিন ছেলে ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক হায়দার আলী ও জামায়াত কর্মী আজিমউদ্দিনকে গ্রেফতার করায়। বর্তমানে তারা বিনা দোষে জেল খাটছেন।
বক্তারা অবিলম্বে নির্দোষ পিতা ও তিন ছেলের মুক্তিসহ চাঁদাবাজির কথিত অভিযোগকারী ভৃমি দখলকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আগামীতে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.