জবাবদিহিতার অভাবে পাহাড়ে সন্ত্রাসী হামলা হচ্ছে : জি এম কাদের

রংপুর প্রতিনিধি: আইনশৃঙ্খলা বাহিনীসহ সব খাতের দায়িত্বশীলদের উদাসীনতা ও জবাবদিহিতা অভাবে পাহাড়ে সন্ত্রাসী হামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
আজ রবিবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, ‘বাংলাদেশের কোনো দুর্ঘটনা এখন আর দুর্ঘটনা না, এটা এখন স্বাভাবিক ঘটনা। সুশাসনের অভাব ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল সেক্টরের দায়িত্বশীলদের উদাসীনতায় পাহাড়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পাহাড়ে এত নিরাপত্তা বেষ্টনী থাকার পরও দীর্ঘ সময় ধরে ব্যাংক ডাকাতির মতো ঘটনা প্রশাসনের উদাসীনতা। তাই বাহিনীর সদস্যদের শুধু জাঁকজমক করলে হবে না, তাদের জবাবদিহিতায় আনতে হবে। অন্যথায় আরও বড় কোনো ঘটনায় হিমসিম খেতে হবে সরকারকে।’
জি এম কাদের আরও বলেন, ‘জবাবদিহিতা না থাকার কারণেই পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিনিয়ত হচ্ছে। পাহাড়ি অঞ্চলে এর আগেও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। সে হিসেবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও তাদের বাধা দেওয়া হয় নাই।’
এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বর হাসানসহ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.