জন প্রতিনিধিদের ক্ষমতা দেখানো উচিত নয় : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, জনপ্রতিনিধিদের ক্ষমতা দেখানো উচিত নয় বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, ‘নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের অনেকের আচরণ ভালো থাকলেও পরবর্তীতে চরিত্র পাল্টে যায়। নির্বাচিত হয়ে অনেকে নিজেকে “মুই কি হনুরে” ভাবসাব ধরেন। যেটি কারো কাম্য নয়।’

আজ শুক্রবার বিকেলে নিজ জন্মস্থান হাওড় বেষ্টিত উপজেলা মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারী কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার নিজ এলাকার ভৌগলিক অবস্থানের বর্ণনা দিতে গিয়ে আরও বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনারা আমাকে বারবার ভোটে নির্বাচিত করেছেন। আমিও এ সময়ের মধ্যে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলার যোগাযোগ ব্যবস্থায় সার্বিক উন্নয়নে কাজ করেছি। এখনো এ অঞ্চলের জীবন মান উন্নয়নে অনেক কাজ চলছে।’

মো. আবদুল হামিদ বলেন, ‘কখনো হাওরের শিকড়ের কথা ভুলেনি বরং জীবনভর এ হাওড় ও এলাকার মানুষদের নিয়ে চিন্তা করেছি। এ জন্য হাওরের প্রতিটি উপজেলার ইউনিয়নের সাথে জেলা শহরের যোগাযোগ ফ্লাইওভারের মাধ্যমে করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া প্রতিটি হাওড়েই কৃষকের সুবিধার জন্য সাব-মার্সেবল রাস্তা নির্মাণ করা হচ্ছে।’

মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.