জন্মদিনে স্বপ্ন পূরণের কথা বলবেন মৌসুমী

 

ঢাকা প্রতিনিধি: আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নায়িকা মৌসুমীর জন্মদিন।  এদিন তিনি প্রিয় মানুষগুলোকে নিয়ে নিজ বাসায় কেক কাটবেন। আর কথা বলবেন নিজের একটি স্বপ্ন নিয়ে।

মৌসুমী বলেন, ‘একটি বিষয় নিয়ে আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা অবশেষে পূরণ হতে যাচ্ছে আমার এবারের জন্মদিনে। তাই বিশেষ সেই স্বপ্ন কিংবা সারপ্রাইজ নিয়ে আমার আগামী জন্মদিনে সবার সামনে উপস্থিত হচ্ছি। আল্লাহর রহমত থাকলে এবং সবার দোয়া থাকলে সেদিন প্রিয় মানুষগুলোর সামনে আমার সেই স্বপ্নপূরণের গল্প শোনাব। আমার বিশ্বাস, সেই গল্প সবার ভালো লাগবে এবং নতুন আমাকে সেদিন যাঁরা আবিষ্কার করবেন, নিশ্চয়ই তাঁদের ভালো লাগবে।

 

কী চমক দেবেন—তা জানার জন্য সবাইকে আজ জন্মদিনের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করেছেন মৌসুমী। স্বামী ওমর সানি এবং এক ছেলে ফারদীন ও মেয়ে ফাইজাকে নিয়ে চিত্রনায়িকা মৌসুমীর সংসার। তিনি এখনো কয়েকটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত রয়েছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.